21 C
আবহাওয়া
১১:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৫
Bnanews24.com
Home » যে বিশেষ কারণে ২৬ তারিখেই বিয়ে

যে বিশেষ কারণে ২৬ তারিখেই বিয়ে

অনিন্দিতা রায়

বিএনএ বিনোদন ডেস্ক: পাঁচ মাসের প্রেমের পর আইনী বন্ধনে বাঁধা পড়লেন টেলি অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী এবং অভিনেতা সুদীপ সরকার।

বুধবার (২৬ জানুয়ারি) কলকাতার এক হোটেল ভাড়া করে বিয়ে করলেন এ যুগল। ৫৫ জন অতিথির উপস্থিতিতে আংটি বদল, সিঁদুরদান, মালাবদল হল অনিন্দিতা-সুদীপের। বিকেল হতেই শ্বশুরবাড়ির দিকে রওনা দিলেন নববধূ। বৃহস্পতিবার থেকে আবার যে যার মতো স্টুডিয়োপাড়ায়।

বিয়ের পর অন্দিতা জানালেন, এক বিশেষ কারণে ২৬ জানুয়ারি বিয়ে করেছেন তারা। বললেন, ‘গতকাল ঘটনাচক্রে ছুটি পেয়েছিলাম আমি। আর আজ (২৬ জানুয়ারি) প্রজাতন্ত্র দিবস বলে এমনিই ছুটি। ইচ্ছে করেই এই তারিখটা বেছে নিয়েছি। সারা জীবন যাতে কেউ আমাদের বিবাহবার্ষিকীতে কাজে ডাকতে না পারে।’

ভারতীয় গণমাধ্যমকে অনিন্দিতা জানান, বাঙালি খাবারে ঠাসা ছিল বিয়ের মেনু। সাদা ভাত, ডাল, তরকারি, ঘিয়ে আলুভাজা, মটন, চিকেন, চাটনি, বেকড রসগোল্লা, আইসক্রিম, পানে পেটপুজো জমে গেল অতিথিদের।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ