বিএনএ, ডেস্ক : রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর )সকাল ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয় দুপুর আড়াইটার দিকে।পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
নিহতের শ্যালক মোহাম্মদ শান্ত জানান,আমার দুলাভাই আগে বেকারির মাল জাগায় জাগায় পৌঁছে দিত।বর্তমানে স্ট্রোক করে অসুস্থ হলে আর কাজ করতে পারেনা বাসাতেই থাকেন তিনি। সকালে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আমার দুলাভাইয়ের গ্রামের বাড়ি লালমনিরহাট সদর জেলার।তিনি চিনি পাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিহত এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএনএ/ ওজি