17 C
আবহাওয়া
৬:৩৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ট্রাক চাপায় ফায়ার ফাইটারের মৃত্যু, চালক-হেলপারের বিরুদ্ধে মামলা

ট্রাক চাপায় ফায়ার ফাইটারের মৃত্যু, চালক-হেলপারের বিরুদ্ধে মামলা


বিএনএ ঢাকা: বাংলাদেশ সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময়  ট্রাক চাপায় ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন মৃত্যুর ঘটনায় ঘাতক চালক ও হেলপারের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে শাহবাগ থানায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর গণমাধ্যমকে এ  তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের সদস্য নয়নের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। ফায়ার সার্ভিস একটি এজাহার দিয়েছে সেই অনুযায়ী মামলা আকারে আমরা রুজু করেছি।’

ট্রাকের মালিককে এই হত্যা মামলায় অন্তর্ভূক্ত করা হবে কি-না জানতে চাইলে ওসি বলেন, ‘এজাহারে ট্রাক মালিকের নাম নেই। তবে তদন্তে তার নাম আসলে অন্তর্ভূক্ত হবেন।’

উল্লেখ্য, বুধবার রাত দুইটার দিকে সচিবালয়ে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের সদস্য ঘটনাস্থলে আসেন। পরে ওই সদস্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার