বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-সিএনজি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ দুই জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নেত্রকোনা জেলা সদর উপজেলা বাহাদুরপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে বিদ্যা মিয়া (৪২), রফিকুল ইসলামের স্ত্রী লাভনী আক্তার (১৮) একই উপজেলার সাতপুড়িকান্দা গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে আব্দুর রশিদ (৬৫) ও তার স্ত্রী বকুল বেগম (৬০)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সিএনজিটি ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড় থেকে ৬ জন যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী বিদ্যা মিয়া ও লাভনী আক্তার মারা যায়। স্থানীয়রা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক স্বামী আব্দুর রশিদ ও স্ত্রী বকুল বেগমকে মৃত ঘোষণা করে। অপর দুই জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওসি টিপু সুলতান বলেন, মরদেহ দুটি আছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ও বাকি দুইটি শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
বিএনএ/ হামিমুর রহমান হামিম, ওজি