বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ হোসেন (৪০)। সে ক্যাম্প ১৮ এর ব্লক-৮ এর মোহাম্মদ শফিকের ছেলে।সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় বালুখালী ক্যাম্প ১৮ ইস্টে এ ঘটনা ঘটে।
৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হোসেন ক্যাম্প ১৮ এর ব্লক-৮ এর মোহাম্মদ শফিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি (নেতা) হিসেবে দায়িত্বরত ছিলেন।
নিহতের ছোট ভাই নুর হাশেম জানান, সকালে তার ভাই বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে পুলিশ। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিএনএ/ ফরিদুল আলম শাহীন, ওজি
Total Viewed and Shared : 110