28 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৫
Bnanews24.com
Home » নারী পর্যটক ধর্ষণ, মূল হোতা আশিক গ্রেফতার

নারী পর্যটক ধর্ষণ, মূল হোতা আশিক গ্রেফতার

নারী পর্যটক ধর্ষণ, মূল হোতা আশিক গ্রেফতার

বিএনএ কক্সবাজার: কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২৬ ডিসেম্বর) মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে আলোচিত ধর্ষণকাণ্ডে গ্রেফতারের সংখ্যা  ছয়জনে দাঁড়ালো।

আশিককে গ্রেফতারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আশিকের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ নানা অপরাধে ১৬টির বেশি মামলা রয়েছে। এর এক মামলায় গত ১ ডিসেম্বর জামিনে কারাগার থেকে বের হন তিনি।

গত ২২ ডিসেম্বর কক্সবাজারে নারী পর্যটককে ধর্ষণের ঘটনা ঘটে। আলোচিত এই ধর্ষণের ঘটনায় গত ২৩ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর থানায় চারজনের নাম উল্লেখ করে সাতজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর স্বামী।

এজাহারভুক্ত আসামিরা হলেন, আশিকুল ইসলাম এবং তার তিন সহযোগী ইস্রাফিল খোদা ওরফে জয়, মেহেদী হাসান ওরফে বাবু ও রিয়াজ উদ্দিন ছোটন।

মামলার তদন্তভার দেয়া হয়েছে টুরিস্ট পুলিশকে। আসামিদের মধ্যে জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারের পর এখন রিমাণ্ডে আছেন রিয়াজ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৯৫ মামলা এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি: মোস্তাফিজুর রহমান লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই