29 C
আবহাওয়া
৯:২৩ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » নেদারল্যান্ডসকে রুখে দিল ইকুয়েডর

নেদারল্যান্ডসকে রুখে দিল ইকুয়েডর


বিএনএ, স্পোর্টস ডেস্ক : শক্তিশালি ডাচদের ১-১ গোলের ব্যবধানে রুখে দিল ইকুয়েডর। শুক্রবার (২৫ নভেম্বর) আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

মাত্র ৬ মিনিটে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এবারের টুর্নামেন্টে এটিই এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতির গোল। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দলের বিপক্ষে যেখানে মাত্র দুই বার হারের মুখ দেখেছে ডাচরা।

এদিকে প্রথমার্ধ শেষের এক মিনিটে আগে ইকুয়েডরের এস্তোপিনান গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হলে ১-০ গোলে ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় নেদারল্যান্ডস।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইকুয়েডর। এই সেশনে খেলার শুরুতেই অর্থাৎ ৪৯ মিনিটের মাথায় ভ্যালেন্সিয়া সমতা ফেরান। ডান পাশ থেকে ইস্তুপিনানের বুলেট গতির শট ডাচ গোলরক্ষক রুখে দিলেও রিবাউন্ডে গোল করে দলকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান তিনি।

শেষ দিকে ডাচরা গোলের চেষ্টা করলেও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদেরকে। এই ড্রতে দুই দলেরই সমান চার পয়েন্ট হলো এবং বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিক কাতার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ