24 C
আবহাওয়া
৯:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১০, ২০২৫
Bnanews24.com
Home » আণবিক বিজ্ঞানী রেজাউর রহমান আর নেই

আণবিক বিজ্ঞানী রেজাউর রহমান আর নেই


বিএনএ, ঢাকা: প্রখ্যাত আণবিক বিজ্ঞানী রেজাউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রেজাউর রহমানের স্ত্রী হালিমা রহমান, দুই মেয়ে নীলাঞ্জনা রহমান, মঞ্জুলিকা রহমানসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হন রেজাউর রহমান। সেদিনই তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এর দুই দিন পর, অর্থাৎ ১৫ অক্টোবর তার ওপেন হার্ট সার্জারি করা হয়। পরে শনিবার (২৫ অক্টোবর) তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।

রেজাউর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ৩৫ বছর গবেষণা করেছেন। একসময় খণ্ডকালীন অধ্যাপক হিসেবে পড়িয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিজ্ঞানবিষয়ক লেখক হিসেবে তিনি জনপ্রিয় ছিলেন।

এছাড়া বেশ কিছু উপন্যাস ও গল্প লিখেছেন রেজাউর রহমান। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে- ফিরে আসা ফিরে যাওয়া, দেশান্তর, লাল সবুজের কত কহন, ছায়ারজনী, পরজীবী প্রাণী, উড়াল মাছির পানসি, অন্ধকারে নয় মাস, যাত্রার শেষ সীমানা, সাদা বরফ কালো বৃক্ষ এবং স্ফুলিঙ্গের আভাসহ আরও বেশ কিছু গ্রন্থ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ