বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের ঐতিহাসিক শিরাজ নগরীর জনপ্রিয় শাহ চেরাগ মাজারে এক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ৪০ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফার্স প্রদেশের গভর্নরের রাজনৈতিক, নিরাপত্তা, ও সামাজ বিষয়ক উপ-পরিচালক ইসমাইল মোহেব্বিপুর ঐ হতাহতের কথা জানিয়েছেন।
বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তিন সন্ত্রাসী স্বয়ংক্রিয় কালাশনিকভ রাইফেল দিয়ে বিকেল পৌনি ছয়টা নাগাদ শাহ চেরাগ মাজারের বাইরে জিয়ারতকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঐ হতাহতের ঘটনা ঘটে। তবে ইরানের নিরাপত্তাবাহিনীর সদস্যরা দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।
বিএনএনিউজ/এইচ.এম।