16 C
আবহাওয়া
৭:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে পুলিশ-বিএনপি কর্মী সংঘর্ষ : আটক ৬

চট্টগ্রামে পুলিশ-বিএনপি কর্মী সংঘর্ষ : আটক ৬

চট্টগ্রামে পুলিশ-বিএনপি কর্মী সংঘর্ষ : আটক ৬

চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশকে কেন্দ্র করে বুধবার(২৬অক্টোবর) দুপুরে  পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে মৃদু সংঘর্ষ হয়েছে।এ সময় পুলিশের ওপর পাথর নিক্ষেপের অভিযোগে ধাওয়া করে ৬জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ সদস্যরা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান,চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করতে চেয়েছিল।  এ সময় পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করেছিলাম। এ সময় পুলিশ গুলি-টিয়ারশেল নিক্ষেপ করে। আমাদের ওপর বিনা কারণে পুলিশ গুলি-টিয়ারশেল নিক্ষেপ করেছে।

এদিকে পুলিশের দাবি— তাদের মিছিলের কারণে সড়কে যানজট সৃষ্টি হয়। তাই তাদের নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললে চড়াও হয়ে পুলিশ সদস্যদের দিকে ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশের চার সদস্য আহত হয়।

বিএনএ/ ওজি , জিএন

 

Loading


শিরোনাম বিএনএ