বিএনএ, বিশ্বডেস্ক : বিশ্বের সবচেয়ে ‘নোংরা পুরুষ’ মারা গেছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) ইরানের সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আমু হাজি নামের ৯৪ বছর বয়সী ওই ব্যক্তি প্রায় সাত দশক ধরে গোসল করেননি।
আমৃত্যু তিনি অবিবাহিত ছিলেন। রবিবার ইরানের দক্ষিণের প্রদেশে ফার্সের দেজগাহ গ্রামে তার মৃত্যু হয়েছে।
গোসল না করলেও প্রচুর পানি পান করতেন তিনি। একটা মরচে ধরা পাত্র থেকে সারাদিনে তিনি পাঁচ লিটার পানি খেতেন। চুলদাড়িও কাটতেন না তিনি।
খুব বড় হয়ে গেলে চুল পুড়িয়ে ফেলতেন। তাঁর প্রিয় খাবার ছিলো সজারুর পচা মাংস। ঠান্ডায় কষ্ট পেলে মাথায় পরে নিতেন পুরনো আমলের শিরস্ত্রাণ।
বেশিরভাগ দিন মাটির নীচে গর্তে ঘুমোতেন আমোউ হাজি৷ অনেক সময় খোলা আকাশের নীচে সবুজ মাঠেও শুয়ে পড়েতেন রাতে। বেখেয়ালী এই আচরণের জন্য পরিচিতও ছিলেন তিনি।
তাকে নিয়ে একটি ছোট তথ্যচিত্রও তৈরি হয়েছে৷ ‘’দ্য স্ট্রেঞ্জ লাইফ অব আমোউ হাজি’ নামে সেই তথ্যচিত্র মুক্তি পেয়েছিলো ২০১৩ সালে।
বিএনএনিউজ/এইচ.এম।