বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ টু এর ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে পাকিস্তান। মঙ্গলবার( ২৬ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
গ্রুপের আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে দশ উইকেটে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে পাক খেলোয়াড়রা। অন্যদিকে এখনো মাঠে নামা হয়নি নিউজিল্যান্ডের খেলোয়াড়দের। পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবে তারা।
পাকিস্তান একাদশ :
বাবর আজম (সি), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, হারিস রউফ, শাহীন আফ্রিদি।
নিউজিল্যান্ড একাদশ :
মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (সি), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, টিম সেফার্ট (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।
বিএনএ/এমএম