28 C
আবহাওয়া
১:০০ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারের শান প্রদেশের নিয়ন্ত্রণ নিতে সশস্ত্র লড়াই

মিয়ানমারের শান প্রদেশের নিয়ন্ত্রণ নিতে সশস্ত্র লড়াই

Mong Kung Township, southern Shan State

বিএনএ বিশ্ব ডেস্ক : মিয়ানমারের শান প্রদেশের নিয়ন্ত্রণ নিতে শান স্টেট আর্মির দুই গ্রুপের মধ্যে সশস্ত্র লড়াই চলছে। এতে ভীত সন্ত্রস্ত কয়েক হাজার গ্রামবাসী এলাকা ছেড়ে পালিয়েছে। স্থানীয় সাবেক এমপি ও রাজনৈতিক নেতারা দুই সশস্ত্র গ্রুপকে অস্ত্র বিরতিতে সম্মত হতে এবং জান্তা সরকারের বিরুদ্ধে জাতীয়ভাবে চলমান গণ আন্দোলনে সকলকে যোগ দিতে আহবান জানিয়েছেন।সূত্র: মিয়ানমার নাও । 

শান স্টেট প্রগ্রেস পার্টি(এসএসপিপি) গত ১৪সেপ্টেম্বর রেস্টোরেশন কাউন্সিল অব শান স্টেট(আরসিএসএস)এর বিরুদ্ধে হোয়েকে গ্রামে সশস্ত্র যুদ্ধ শুরু করে। তাদের উভয়পক্ষের ব্যাপক গোলাগুলিতে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। তিন হাজারের বেশি গ্রামবাসী এলাকা ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

সশস্ত্র লড়াইরত দুটি গ্রুপই বর্তমানে শান স্টেট আর্মি উত্তর ও দক্ষিণ নামে পরিচিত।

বাস্তুচ্যুতদের সাহায্যকারী একজন স্বেচ্ছাসেবক জানান, পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়া তিন হাজারের বেশি গ্রামবাসীর জন্য জরুরি ভিত্তিতে মানবিক সাহায্য দরকার। কোন কোন গ্রামের সব বাসিন্দাই এলাকা ছেড়েছে।

অস্ত্র বিরতির আহবান

শান ন্যাশনালিটিজ লিগ ফর ডেমোক্রেসি(এসএনএলডি)র পক্ষে সাবেক এমপি সাই লন অবিলম্বে যুদ্ধরত শান স্টেট আর্মির দুই সশস্ত্র গ্রুপকে অস্ত্র বিরতির আহবান জানিয়েছেন।তিনি বলেন, দেশের পরিস্থিতি খুব নাজুক।সারাদেশের মানুষ জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে। সেখানে শান প্রদেশে নিজেদের মধ্যে সশস্ত্র লড়াই করা খুব লজ্জাজনক।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ