18 C
আবহাওয়া
৩:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » হাছান মাহমুদের ভাইয়ের দখল থেকে ৫৫ একর বনভূমি উদ্ধার

হাছান মাহমুদের ভাইয়ের দখল থেকে ৫৫ একর বনভূমি উদ্ধার

এরশাদ মাহমুদের দখলে থাকা ৫৫ একর বনভূমি উদ্ধার

চট্টগ্রাম: উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এরশাদ মাহমুদের দখলে থাকা ৫৫ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। এরশাদ মাহমুদ সদ্য পতিত সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদের ছোট ভাই।

সোমবার(২৬ আগস্ট) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে একটি দল গরু ও গয়ালের খামারের ছয়টি শেড, একটি রেস্তোরাঁসহ বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করে এই জমি উদ্ধার করেন।

চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের  সুখবিলাশ গ্রামে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বনভূমি উদ্ধার  অভিযান চালানো হয়।

তিনি বলেন, ওই এলাকায় আরেকটি বনভূমি এরশাদ মাহমুদের দখলে আছে। সেখানে তিনি মাল্টা চাষ করেছে। আমরা শিগগির সেই ভূমিও উদ্ধারে অভিযান চালাব।

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে দীর্ঘ ১৬ বছর পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর সাথে সাথে দলের ছোট বড় জাতীয়  ও স্থানীয় নেতারাও প্রাণ বাঁচাতে  গা ঢাকা দেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ ও তার  ছোট ভাইদেরও কোথাও দেখা যায় নি।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ