15 C
আবহাওয়া
৭:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় আ’লীগ-বিএনপির সভায় পাল্টাপাল্টি গুলি, আহত ১৫

কুমিল্লায় আ’লীগ-বিএনপির সভায় পাল্টাপাল্টি গুলি, আহত ১৫

কুমিল্লায় আ’লীগ-বিএনপির সভায় পাল্টাপাল্টি গুলি, আহত ১৫

বিএনএ, কুমিল্লা : কুমিল্লায় বিএনপির বর্ধিত সভা ও আওয়ামী লীগের শান্তি মিছিলে গুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই নেতাকর্মী গুলিবিদ্ধসহ উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বিএনপি নেতাকর্মীরা জানান,লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের পূর্ব ঘোষিত বিএপির প্রতিনিধি সভায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা গুলি বর্ষন করেন।এসময় স্বেচ্ছাসেবকদল নেতা উত্তড্ডা গ্রামের মনির হোসেনের মাথায় ও যুবদল নেতা উন্দানিয়া গ্রামের ফিরোজের পায়ে গুলি লাগে। আশংকা জনক অবস্থায় দু’জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে লালমাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতিন মোল্লা বলেন,আমরা বিকেলে শান্তি মিছিল করেছিলাম, বিএনপির নেতাকর্মীরােআমাদের মিছিলে হঠাৎ গুলি বর্ষণ করেন,এতে আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়। এ বিষয় আমরা মামলা করবো।

ওসি মোহাম্মদ হানিফ বলেন,আমরা বিষয়টি শুনছি,তবে একই এলাকায় আওয়ামীলীগ- বিএনপি সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে। পরিবেশ এখন পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ