বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন(সিইউজে) ও চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক সভাপতি, দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহকারী সম্পাদক, বিশিষ্ট লেখক, কলামিস্ট প্রবীণ সাংবাদিক মাহবুব উল আলমের স্ত্রী শামসুন নাহার বেগম(৬৯) আর নেই।
শনিবার(২৬ আগস্ট) বেলা ১১টায় শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহে ……., রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ কন্যা ও একপুত্র রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
আজ আসরের নামাজের পর সাংবাদিক হাউজিং সোসাইটিস্থ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব দ্বিতীয় নামাজে জানাজা শেষে হাটহাজারীর এনায়েতপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিএনএ/ ওজি/ হাসনাহেনা