18 C
আবহাওয়া
৮:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে সাবেক ব্রিটিশ হাইকমিশনার স্বামীসহ গ্রেপ্তার

মিয়ানমারে সাবেক ব্রিটিশ হাইকমিশনার স্বামীসহ গ্রেপ্তার

Vicky Bowman and her Burmese husband Htein Lin

মিয়ানমারে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার ভিকি বোম্যান এবং তার বার্মিজ স্বামী, প্রখ্যাত শিল্পী হিতেন লিনকে গ্রেপ্তার করেছে মিয়ানমার সেনা সরকার। বুধবার(২৪ আগস্ট) তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের ছয়মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এই দম্পতিকে ইয়াঙ্গুনের সানচাং টাউনশিপের তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এবং পরে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে রাখা হয়েছে, পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে তাদের টাউনশিপ আদালতে আনা হয়, যেখানে বোম্যান, যিনি একজন যুক্তরাজ্যের নাগরিক, মিয়ানমারের অভিবাসন আইনের ১৩(১) ধারা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

দোষী সাব্যস্ত হলে, আইনে অতিরিক্ত অবস্থান করা বা ভিসার শর্ত ভঙ্গ করা বা মিয়ানমারে অবৈধ প্রবেশের জন্য ছয় মাস থেকে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

আদালতে হাজির হবার সময় একটি দীর্ঘ লোহার শিকল দিয়ে Htein Lin হাত বেঁধে রাখা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

তিনি সম্ভবত স্ত্রীর অপরাধের জন্য একই কারাদণ্ডের সম্মুখীন হয়েছেন। সূত্র : মিয়ানমার নাও।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ