24 C
আবহাওয়া
১:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » প্লাস্টিক সার্জারি নিয়ে যা বললেন কিয়ারা

প্লাস্টিক সার্জারি নিয়ে যা বললেন কিয়ারা

কিয়ারা

বিনোদন ডেস্ক, ঢাকা: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। একের পর এক সফল সিনেমা উপহার দিচ্ছেন তিনি। তার নজরকাড়া রূপ এবং অভিনয় দক্ষতায় মুগ্ধ হচ্ছেন দর্শক-সমালোচকরা। সম্প্রতি মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত নতুন সিনেমা ‘শেরশাহ’। অন্তর্জালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রতিটি রিভিউতে পেয়েছে পজিটিভ প্রতিক্রিয়া। বলা হচ্ছে, প্রেক্ষাগৃহে মুক্তি পেলে এই সিনেমা দারুণ ব্যবসা করত।

এদিকে ‘শেরশাহ’র সাফল্যে উচ্ছ্বসিত কিয়ারা সম্প্রতি অংশ নিয়েছেন আরবাজ খানের টক শো ‘পিঞ্চ’-এ। সেখানে ভক্তদের নানা প্রশ্নের জবাবে মুখ খুলেছেন তিনি। এক ভক্ত তার কাছে জানতে চান, তিনি সার্জারি করিয়েছেন কিনা?

কিয়ারা জানান, এমন একটি গুঞ্জন ২০১৮ সালেই ছড়িয়েছিল। তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানকার কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয় এবং অনেকেই বলাবলি করেন, কিয়ারা প্লাস্টিক সার্জারি করিয়েছেন। অভিনেত্রী বলেন, ‘ওই সময়ে আমি নিজেই এক মুহূর্তের জন্য সংশয়ে পড়ে গিয়েছিলাম! সত্যিই কি আমি নিজের শরীরের সঙ্গে কিছু করে ফেললাম!’

শুধু প্লাস্টিক সার্জারি নয়, যৌনতার বিষয়েও অনুষ্ঠানটিতে কথা বলেছেন কিয়ারা আদভানি। ‘লাস্ট স্টোরিজ’ সিনেমায় তাকে স্বমেহনের দৃশ্যে দেখা গেছে। এছাড়া ‘ইন্দু কি জাওয়ানি’ সিনেমাতেও তার শরীরী আবেদন প্রাধান্য পেয়েছে। তবে বাস্তব জীবনে এসবে খুব বেশি আগ্রহ নেই তার। খুল্লামখুল্লা যৌনতা একদমই পছন্দ করেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ