বিএনএ, চট্টগ্রাম : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ও চাকসুর সাবেক ভি.পি মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক এস এম নুরুল হক এর মাতা মাহফুজা খাতুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে এগারটায় হাটহাজারীর অক্সিজেন সংযোগ সড়ক ষ্টেশন ময়দানে অনুষ্ঠিত জানাজায় বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশবিদ্যালয়ের পক্ষে উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন, শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা, কুয়াইশ-বুড়িশ্চর শেখ মোঃ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন বেলাল, সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল আলম, হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন চাকসুর সাবেক ভি,পি ও সাবেক সাংসদ মজহারুল হক শাহ চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, লায়ন হারুন অর রশীদ চেয়ারম্যান, আহমদুল আলম চৌধুরী রাসেল, জাসদ কেন্দ্রীয় নেতা মজতুবা কামাল, লেখক ওসমান গণি চৌধুরী (অভিক ওসমান), চাকসু নেতা মহিউদ্দিন বাদল।
পরিবারের পক্ষে এস এম ফজলুল হক নামাজে উপস্থিত সকলের উদ্দেশ্যে দোয়া কামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রামরে বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা অছিয়র রহমান আল কাদেরী।
বিএনএনিউজ/এইচ.এম।