16 C
আবহাওয়া
৮:৩৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » দেশের সব মসজিদে সহিংসতায় নিহতদের স্মরণে দোয়া আজ

দেশের সব মসজিদে সহিংসতায় নিহতদের স্মরণে দোয়া আজ

দেশের সব মসজিদে সহিংসতায় নিহতদের স্মরণে দোয়া আজ

বিএনএ, ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সারা দেশে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হবে। এই উপলক্ষে শুক্রবার (২৬ জুলাই) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

এছাড়া রোববার (২৮ জুলাই) সুবিধাজনক সময়ে দেশের সব মন্দির, প্যাগোডা ও গীর্জায় প্রার্থনা করা হবে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমপ্লিট শাটডাউনে আন্দোলন চলাকালে ব্যাপক অগ্নিসন্ত্রাস, নাশকতার কারণে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জ্ঞাপন ও আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া রোববার (২৮ জুলাই) সুবিধাজনক সময়ে দেশের সব মন্দির, প্যাগোডা ও গীর্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকেও নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া, মোনাজাত ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বাদ জুমা সারা দেশের সব মসজিদে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

আর রোববার দেশের মন্দির, মঠ, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দোয়া ও মোনাজাত এবং বিশেষ প্রার্থনায় অংশগ্রহণের জন্য সাংগঠনিকভাবে নির্দেশ দিয়েছেন।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ