18 C
আবহাওয়া
৯:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ইউপিডিএফের বহিষ্কৃত ২ নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ইউপিডিএফের বহিষ্কৃত ২ নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গুলি

বিএনএ রাঙামাটি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্বার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুজনই আঞ্চলিক রাজনৈতিক দলের সাবেক সদস্য।

নিহতরা হলেন- ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর বহিষ্কৃত নেতা আলোপম চাকমা (৪৭) এবং প্রীতিময় চাকমা (৪৬)। তারা খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার সকাল ৭টার দিকে স্থানীয় জুমিয়া নারীরা কাজে বের হন। যাওয়ার পথে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্য শান্তিময় ত্রিপুরাকে বিষয়টি জানান। পরে ইউপি সদস্য বিষয়টি পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ দুটি মাটিরাঙ্গা থানায় নেওয়া হয়। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ