18 C
আবহাওয়া
৯:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » কোরআন পোড়ানোর ঘটনা : জাতিসংঘের নিন্দা

কোরআন পোড়ানোর ঘটনা : জাতিসংঘের নিন্দা

কোরআন পোড়ানোর ঘটনা

বিশ্ব ডেস্ক: এবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে তুরস্ক ও মিসরীয় দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানো হয়েছে। ঘটনার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। খবর আলজাজিরা, আনাদুলু এজেন্সি।

মঙ্গলবার(২৫ জুলাই) আল জাজিরার খবরে বলা হয়েছে, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে মিশরীয় ও তুরস্কের দূতাবাসের সামনে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের কপিতে আগুন ধরিয়ে দিয়েছে উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের একটি ছোট দল।ডেনিশ প্যাট্রিয়টস নামক একটি অতি-ডান, অতি-জাতীয়তাবাদী গোষ্ঠীটি গত সপ্তাহে ইরাকি দূতাবাসের সামনেও পবিত্র কোরআন শরীফ অবমাননা করেছে।

জাতিসংঘের সাধারণ পরিষদ

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার(২৫ জুলাই) একটি রেজুলেশন গৃহীত হয়েছে যা পবিত্র গ্রন্থের বিরুদ্ধে সব ধরনের সহিংসতাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানায়।

জাতিসংঘের সাধারণ পরিষদ
জাতিসংঘের সাধারণ পরিষদ

এটি ইউরোপীয় দেশগুলিতে একাধিক পোড়ানো এবং কুরআনের অপবিত্রতার পরিপ্রেক্ষিতে গৃহীত হয়, যার মধ্যে  সুইডেনের একটি মসজিদের সামনে পবিত্র আল কোরআন পোড়ানোর ঘটনা, যা দেশটির পুলিশ কর্তৃক অনুমোদিত ঘটনা। এটি সারা বিশ্বের মৃসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

মুসলিম নেতারা এবং রাজনীতিবিদরা জোর দিয়ে বলেছেন যে এই ধরনের অপবিত্রতা এবং উস্কানি মত প্রকাশের স্বাধীনতা আইনের আওতায় পড়ে না।

১৯৩-সদস্যের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে মরক্কোর খসড়া প্রস্তাবটি গ্রহণ করেছে।

এটি “ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতার সমস্ত কাজ, সেইসাথে তাদের ধর্মীয় প্রতীক, পবিত্র বই, বাড়ি, ব্যবসা, সম্পত্তি, স্কুল, সাংস্কৃতিক কেন্দ্র বা উপাসনালয়ের বিরুদ্ধে নির্দেশিত যে কোনও কাজ, সেইসাথে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ধর্মীয় স্থান এবং উপাসনালয়গুলিতে এবং সমস্ত আক্রমণের” তীব্র নিন্দা করেছে।

গত ১২ জুলাই, জেনেভা-ভিত্তিক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও রেজুলেশনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলির ভোট সত্ত্বেও পবিত্র  আল কোরআন অবমাননা সাম্প্রতিক ঘটনার  নিন্দা করেছে।

রেজোলিউশনে পবিত্র  আল কোরআনকে লক্ষ্য করে হামলার নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছে এবং সেগুলোকে “ধর্মীয় ঘৃণার কাজ” বলে বর্ণনা করা হয়েছে। সূত্র : আনাদুলু এজেন্সি।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ