21 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অপসারণ

চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অপসারণ


বিএনএ, বিশ্বডেস্ক : চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে চিন গ্যাং-কে। সাত মাসেরও কম সময় আগে ২০২২ সালের ডিসেম্বরে তাকে এ পদে নিয়োগ করা হয়েছিল।

তার জায়গায় আসছেন চীনের কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিষয়ক প্রধান ওয়াং ই। আগেও একবার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

গত ২৫শে জুনের পর থেকে মোট ২৯ দিন চিনকে প্রকাশ্যে দেখা যায়নি। এ ব্যাপারে তার মন্ত্রণালয়ও নীরব ছিল – যার ফলে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়।

সাতান্ন বছর বয়স্ক চিন গ্যাং ছিলেন চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ পদাধিকারীদের মধ্যে অন্যতম – যিনি এত দীর্ঘ সময় ধরে প্রকাশ্য কোন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

তিনি দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী পররাষ্ট্রমন্ত্রী। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত ছিলেন। তাকে প্রেসিডেন্ট শি জিনপিং-এর একজন বিশ্বস্ত সহযোগী হিসেবে দেখা হতো।

সরকারি বার্তা সংস্থা শিনহুয়া বলেছে যে চীনের সর্বোচ্চ আইনসভা ওয়াং ইকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেবার পক্ষে ভোট দিয়েছে, এবং চিন গ্যাংকে “পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছে।”

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

Loading


শিরোনাম বিএনএ