লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীহাট ও আমিরাবাদ বটতলী বাজারে একাধিক মামলায় ২৬ হাজার অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ( ২৬ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, আইন বর্হিভূতভাবে কারেন্ট জাল বিক্রির অপরাধে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনে ৬টি মামলায় ১৬ হাজার টাকা এবং সড়ক আইনে ১টি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জাল পোড়ানোর সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মুুহাম্মদ আবদুর রাজ্জাক ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রায়হান সিকদার,এসজিএন