16 C
আবহাওয়া
২:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » সাতকানিয়ায় চিংড়িতে জেলি লাগানো ও কারেন্ট জাল বিক্রির দায়ে জরিমানা 

সাতকানিয়ায় চিংড়িতে জেলি লাগানো ও কারেন্ট জাল বিক্রির দায়ে জরিমানা 

সাতকানিয়া উপজেলার ভ্রাম্যমাণ আদালত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার ভ্রাম্যমাণ আদালত কারেন্ট জাল বিক্রি এবং চিংড়িতে অবৈধভাবে জেলির লাগানোর অপরাধে ৬ জন ব্যবসায়িকে সর্বমোট ৪৫হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার(২৫ জুলাই) এক অভিযানে কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া বাজারে ও কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিসেস ফাতেমা-তুজ-জোহরা।

আদালত সূত্র জানায়, কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া বাজারে অবৈধভাবে মাছ ধরার কারেন্ট জাল বিক্রির করার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তিনজন ব্যবসায়িকে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়।

জোটপুকুরিয়া বাজারে
জোটপুকুরিয়া বাজারে  ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। 

কেঁওচিয়া ইউনিয়নে কেরানীহাট বাজারে চিংড়িতে অবৈধভাবে জেলির উপস্থিতি পাবার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩জন ব্যবসায়িকে মোট ২৫হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৪ কেজি চিংড়ি জব্দ করা হয়।

সবার উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় ও চিংড়িসমূহ মাটিতে পুঁতে ফেলা হয়।  অভিযানে সাতকানিয়া উপজেলা মৎস্য অফিসার সৈকত শর্মা সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ, এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ