23 C
আবহাওয়া
৪:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ: বাইডেন

বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ: বাইডেন


বিএনএ, ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার (২৪ জুন) যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ প্রেসিডেন্ট বাইডেনের কাছে পৌঁছে দিয়েছেন।

বৈঠকে বাইডেন বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি।

চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে চায়। প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে এ বছর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করবে দেশ দুটি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ