27 C
আবহাওয়া
৯:১৪ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » গোপালগঞ্জে হবে টিকা উৎপাদনের কারখানা

গোপালগঞ্জে হবে টিকা উৎপাদনের কারখানা

টিকা উৎপাদনের কারখানা

বিএনএ, ঢাকা : গোপালগঞ্জে করা হবে দেশের টিকা উৎপাদন কারখানা। লকডাউন নয়, ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই চীনের ভ্যাকসিনও চলে আসবে এবং ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধি পাবে। এর মধ্যে লকডাউন কার্যকর হলে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে খুব দ্রুতই করেনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।

এছাড়া স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে তিন কোটি ভ্যাকসিন ক্রয়ের চুক্তি হলেও এখন পর্যন্ত ১ কোটি ভ্যাকসিন পাওয়া গেছে। চীনের সঙ্গে দেড় কোটি ভ্যাকসিন চুক্তি ছাড়াও কোভ্যাক্স থেকে ছয় কোটি ভ্যাকসিন বুকিং দেওয়া হয়েছে। সব প্রতিশ্রুতি রক্ষা হলে আগামী ডিসেম্বরের মধ্যে ১১ লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনবে বলে আশাবাদী মন্ত্রী।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ