বিএনএ,ঢাকা : কপিরাইট আইনে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের শীর্ষস্থানীয় ৪ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমস। বৃহস্পতিবার(২৬ মে) জেমস এবং মামলার ৪ আসামি ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির হন।
উভয়পক্ষ জানান, তারা আলোচনার মাধ্যমে সমঝোতায় এসেছেন। এই মামলার আসামিরা হলেন—বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অ্যাস, চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যাস অনিক ধর। জেমস গত বছরের ১০ নভেম্বর এই মামলা দায়ের করেছিলেন।
মামলার নথিতে উল্লেখ করা হয়, জেমসের বেশ কিছু গান বাংলালিংক কলার টিউন ও ওয়েলকাম টিউন হিসেবে এবং বিজ্ঞাপনে ব্যবহার করছে, যা কপিরাইট আইনের লঙ্ঘন।
বিএনএনিউজ২৪.কম/সাহিদুল/এনএএম