16 C
আবহাওয়া
৯:৫৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাহাড় থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকার পাহাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত যুবকের নাম মো. ইমন (২০)। তিনি ওই বটতলী ৫ নম্বর ওয়ার্ডের মো. ছৈয়দুল হকের ছেলে। সে আশ্রয়ণ প্রকল্পের ৫ নম্বর ঘরে বসবাস করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বটতলী ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুব আলী। তিনি জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি পুলিশও আসতেছে। ছেলেটা মানসিকভাবে অসুস্থ ছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ওরা আসলে বিস্তারিত জানতে পারব।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ