বিএনএ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে বন্য শুকরের আক্রমণে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও এক শ্রমিক। মঙ্গলবার সকাল ১০টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন ফুলবাড়ি চা বাগানে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মামুন মিয়া।
নিহত ৪৫ বছর বয়সী চন্দনা বাউড়ি এবং আহত ৪০ বছরের লাছনা মান্দ্রাজি ওই চা বাগান এলাকায় থাকেন।
ফুলবাড়ি চা বাগানের এক বাসিন্দা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও বাগানে কাজে যাচ্ছিলেন চন্দনা বাউড়ি ও লাছনা মান্দ্রাজি। যাওয়ার পথে পার্শ্ববর্তী লাউয়াছড়া থেকে আসা একটি শুকরের সামনে পড়েন তারা। ওই রাস্তার দুই পাশে তারের বেড়া থাকায় তারা বের হতে পারেননি। শুকরটি তখন প্রথমে লাছনা মান্দ্রাজিকে আক্রমণ করে। এরপর চন্দনা বাউড়িকে আক্রমণ করে তার হাত-পায়ের রগ ছিঁড়ে ফেলে। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে চন্দনা বাউড়িকে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা শুনেছেন জানিয়ে ওসি ইয়ারদৌস হাসান বলেন, খোঁজ নিচ্ছি।
বিএনএনিউজ/এইচ.এম।