বিএনএ, জামালপুর : জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নের হামলাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম (৪৫) ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইঠনিয়নের মহিষকোড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। খবর পেয়ে জামালপুর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্বার করে।
জামালপুর রেলওয়ে পুলিশ কর্মকর্তা গুলজার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ওই নারীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/এম শাহীন আল আমীন/এইচ.এম।