26 C
আবহাওয়া
৭:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » আজ চলচ্চিত্র পরিচালক সমিতির ইফতার মাহফিল

আজ চলচ্চিত্র পরিচালক সমিতির ইফতার মাহফিল

আজ চলচ্চিত্র পরিচালক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

বিএনএ, ঢাকা: ইফতার ও দোয়া মহাফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিএফডিসির দুই নম্বর ফ্লোরে এ আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান জানান, ইফতার ও দোয়ায় প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হবে। কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রয়াত সদস্যদেরকে মহান আল্লাহ যেন ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন সেই প্রার্থনাও জানানো হবে।

সোহানুর রহমান জানান, ইফতার মহাফিলের সুবাদে অনেকের সাথেই যোগাযোগ হয়। এমনিতেই গত দুই বছর করোনার কারণে অনেকের সাথেই সেভাবে দেখা করার সুযোগ হয়ে উঠেনি।

সকল ভেদাভেদ ভুলে চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যদের ইফতার মহাফিলে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান সোহানুর রহমান।

বিএনএ/ রিপন রহমান খাঁন

Loading


শিরোনাম বিএনএ