35 C
আবহাওয়া
১০:৫৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বাঁধ ভেঙে মধ্যরাতে তলিয়ে গেল সুনামগঞ্জের হালির হাওর

বাঁধ ভেঙে মধ্যরাতে তলিয়ে গেল সুনামগঞ্জের হালির হাওর


বিএনএ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফসল বাঁধ ভেঙে ‘হালির হাওরের’ ফসল তলিয়ে গেছে। ভাঙন ঠেকাতে সবরকম চেষ্টা করেও কোনো সুফল মিললো না।

সোমবার (২৫ এপ্রিল) রাত ১২টার দিকে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আহসানপুর এলাকার হেরাকান্দি গ্রামে ঢলের পানির চাপে ঝুঁকিতে থাকা বাঁধটি ভেঙে যায়। বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত শামন্ত সরকার  বিষয়টি নিশ্চিত করেছেন।

তখন ওই ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত শামন্ত সরকার ফেইসবুক লাইভে এসে জানান, আমাদের হালির হাওর রক্ষা করা সম্ভব হলো না, আমাদের সকল চেষ্টা বিফলে গেল। হেরাকান্দি গ্রামের বাঁধ ভেঙে হালির হাওর পানিতে তলিয়ে যাচ্ছে। লাইভে তিনি আশেপাশে যারা আছেন তাদের সবাইকে দ্রুত বাঁধটি রক্ষা করতে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘যে দিক দিয়ে বাঁধ ভেঙে পানি ঢুকেছে সেখানে আমাদের ৯৯ শতাংশ ধান কাটা শেষ। তবে এখান থেকে ৩-৪ কিলোমিটার দূরে ৫০০ একর জায়গার ধান কাটা বাকি আছে। ভয়ের কিছু নেই। আমাদের ২৫টি হারভেস্টার মেশিন কাজ করছে। আমরা ধানগুলো পানি আসার আগেই কেটে ফেলতে পারবো।’

Loading


শিরোনাম বিএনএ