26 C
আবহাওয়া
৬:১৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে বাসচাপায় নিহত ২

রাঙামাটিতে বাসচাপায় নিহত ২

বাসের চাপায় শিশুর মৃত্যু

বিএনএ, রাঙামাটি: রাঙামাটিতে পাহাড়িকা বাসের চাপায় মো. দাউদুল হাসান (৩৮) ও মো. ইসা রুহুল (৩৯) নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের পাবলিক হেলথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. দাউদ হাসানের বাড়ি বরিশালের ভোলা জেলায়। এছাড়া মো. ইসরাফিলের বাড়ি সিরাজগঞ্জে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে মোটরসাইকেলে শহরের কলেজ গেট এলাকার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে চট্টগ্রাম থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি সদর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। তিনি বলেন, শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে পাহাড়িকা বাসের সাথে ধাক্কা লাগে। এসময় মো. দাউদুল হাসান ও মো. ইসা রুহুল নামে দুইজন নিহত হন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ