14 C
আবহাওয়া
৯:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » করোনাতেও সামরিক ব্যয় বৃদ্ধি

করোনাতেও সামরিক ব্যয় বৃদ্ধি

করোনাতেও সামরিক ব্যয় বৃদ্ধি

বিএনএ, বিশ্বডেস্ক : ২০২০ সালে সামরিক খাতে দেশগুলো প্রায় দুই লাখ কোটি ডলার খরচ করেছে, যা আগের বছরের চেয়ে দুই দশমিক ছয় শতাংশ বেশি৷ সামরিক ব্যয়ে শীর্ষ পাঁচটি দেশ যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া ও ব্রিটেন৷ গোটা বিশ্বে মোট সামরিক ব্যয়ের ৬২ ভাগই করেছে এই দেশগুলো৷ স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট সত্ত্বেও ২০২০ সালে বিশ্বে সামরিক ব্যয় কমেনি৷ সুইডিশ গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট-সিপ্রি এর প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য মিলছে৷

এক বিবৃতিতে সিপ্রির গবেষক ডিয়েগো লোপেস দ্যা সিলভা বলেছেন, মহামারি ২০২০ সালের সামরিক ব্যয়ে তেমন গুরুত্বপূর্ণ কোনো প্রভাব ফেলতে পারেনি৷ ‘‘এটি এখন দেখার বিষয় মহামারির দ্বিতীয় বছরেও দেশগুলো এই পর্যায়ের ব্যয় অব্যাহত রাখে কীনা,’’ বলেন তিনি৷

অবশ্য কিছু ব্যতিক্রমী চিত্রও দেখা গেছে৷ চিলি, দক্ষিণ কোরিয়ার মতো কয়েকটি দেশ সামরিক বাজেটের অর্থের কিছু অংশ মহামারি মোকাবিলায় ব্যয় করেছে৷ ব্রাজিল, রাশিয়াসহ কয়েকটি দেশ প্রাথমিক পরিকল্পনার চেয়ে সামরিক ব্যয় কমিয়েছে৷ অন্যদিকে চার দশমিক চার ভাগ ব্যয় বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, আর চীন বাড়িয়েছে প্রায় দুই ভাগ৷

সাত বছর কমার পর ডনাল্ড ট্রাম্পের অধীনে টানা তিন বছর সামরিক ব্যয় বাড়িয়েছে যুক্তরাষ্ট্র৷ ২০২০ সালে এই খাতে তাদের খরচের পরিমাণ ছিল ৭৭ হাজার ৮০০ কোটি ডলার৷ গোটা বিশ্বের সামরিক ব্যয়ের ৩৯ ভাগ একাই করেছে দেশটি৷ সিপ্রি বলছে, গত বছর গবেষণা ও উন্নয়নসহ বেশ কিছু দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র৷ এর মধ্যে পারমাণবিক অস্ত্র ও বড় অংকের কেনাকাটাও রয়েছে৷

ন্যাটো দেশগুলোর মধ্যে ২০২০ সালে জার্মানি ৫২৮০ কোটি ডলার খরচ করেছে৷ এক বছরে ইউরোপের দেশটি ব্যয় বাড়িয়েছে পাঁচ ভাগের বেশি৷ বিশ্বে সামরিক ব্যায়ে জার্মানির অবস্থান সপ্তম৷(ডয়েচেভেলে)

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ