27 C
আবহাওয়া
৪:৫১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামের লোহাগাড়ায় ২৮হাজার পিচ ইয়াবাসহ আটক ১

চট্টগ্রামের লোহাগাড়ায় ২৮হাজার পিচ ইয়াবাসহ আটক ১

চট্টগ্রামের লোহাগাড়ায় ২৮হাজার পিচ ইয়াবাসহ আটক ১

বিএনএ, লোহাগাড়া (চট্টগ্রাম):চট্টগ্রামের লোহাগাড়ায় ২৮হাজার পিচ ইয়াবা উদ্ধারসহ মাদক পাচারকারী চালককে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মালবাহী কাভার্ডভ্যান গাড়ি জব্দ করা হয়।আটককৃত মাদক পাচারকারী ইমতিয়াজ(২৮)। সে কক্সবাজার টেকনাফ পুর্ব রঙ্গীখালি এলাকার ইউনুচের পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোররাত ৩টার দিকে চট্টগ্রাম অভিমূখী একটি লবণবাহী কাভার্ডভ্যান থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে ২৮হাজার পিচ ইয়াবাসহ মাদক পাচারকালে গাড়ির চালককে আটক করে।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৮৪ লক্ষ টাকা ।

আটককৃত চালক জানান, তাকে উক্ত ইয়াবাগুলো কক্সবাজার জনৈক ব্যক্তি চট্টগ্রামের উদ্দেশ্যে পাচার করতে দিয়েছে। ইয়াবাগুলো চট্টগ্রামে পৌঁছাতে পারলে তাকে মোটা অংকের টাকা দিবে বলছে।

আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং সোমবার(২৬ এপ্রিল) সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
বিএনএ/ রায়হান সিকদার, ওজি

Loading


শিরোনাম বিএনএ