37 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৫
Bnanews24.com
Home » হবিগঞ্জে টমটমে ট্রাকের ধাক্কা, তাবলিগ জামাতের দুই সদস্যের মৃত্যু

হবিগঞ্জে টমটমে ট্রাকের ধাক্কা, তাবলিগ জামাতের দুই সদস্যের মৃত্যু

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে ট্রাকের ধাক্কায় তাবলিগ জামাতের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী একটি ট্রাক টমটমে পেছন থেকে ধাক্কা দেয়। এতে টমটম দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল আধাঘণ্টা বন্ধ হয়ে যায়। আর আহত টাঙ্গাইল জেলার আল-মামুন (৬৫) ও টমটমচালক উপজেলার মানিকা বাজার এলাকার বাচ্চু মিয়াকে (৩০) উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ