বিএনএ, ববি: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল বিশ্বিবদ্যালয়ের (ববি) ৪টি আবাসিক হলে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে উন্নতমানের খাবারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। রোববার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে।
শিক্ষার্থীরা হল থেকে আইডিকার্ডের মাধ্যমে বিনামূল্যে টোকেন সংগ্রহ করে খাবার নিতে পারবে। খাবার হিসেবে দেওয়া হবে রোস্ট,পোলাও, ডিম, কোক ও ফিরনি। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু ও শেরে বাংলা হলের প্রভোস্টদ্বয়।
শেরে বাংলা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া বলেন, প্রতিবারের ন্যায় এবারো স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ৪টি হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে। সাধারণত দুপুরের খাবার দেওয়া হয় । এবার রমজানের কারণে সন্ধ্যায় খাবার দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে হলগুলোর তত্ত্বাবধানে আবাসিক শিক্ষার্থীদের মানসম্মত খাবারের ব্যবস্থা করা হয়েছে।
বিএনএ/ রবিউল ইসলাম, ওজি
Total Viewed and Shared : 122