19 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া

বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া


বিএনএ বিশ্বডেস্ক : প্রতিবেশী ও বন্ধু দেশ বেলারুশে  পারমাণবিক অস্ত্র মোতায়েন করার ঘোষণা দিয়েছে  রাশিয়া। শনিবার (২৫ মার্চ) রুশ প্রেসিডেন্ট পুতিন এই ঘোষণা দেন। তবে কবে নাগাদ পারমাণবিক অস্ত্র বেলারুশে মোতায়েন করা হবে তা উল্লেখ করেননি তিনি।

বিষয়টি নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর সঙ্গে কথা হয়েছে বলেও জানান পুতিন। বলেন, ‘আমরা দুই দেশ (যুক্তরাষ্ট্রের মতো) একই কাজ করব বলে একমত হয়েছি।’

সম্প্রতি ইউক্রেনে ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পুতিন বলেছিলেন, ‘এমনটি করা হলে রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে।’

এর পরপরই শনিবার বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিলেন তিনি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ