বিএনএ, ঢাকা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ দিনের সফরে রোববার তাঁর নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন।
শনিবার (২৬ মার্চ) রাষ্ট্রপতির প্রেস সচিব মে. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি সফরকালে জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন এবং সেখানে কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
রাষ্ট্রপতি হামিদ তাঁর কর্মসূচির অংশ হিসাবে সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজে ‘তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প’ উদ্বোধন করবেন।
রাষ্ট্রপতি হামিদ বুধবার বিকেলে কিশোরগঞ্জ সদরে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ নির্মাণ কাজের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।