বিএনএ, কুবি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগ কর্মীরা। শুক্রবার ( ২৫ মার্চ ) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মামা হোটেলের সামনে এ মারামারির ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় ছাত্রলীগের পার্টি অফিসে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগ নেতা ও বিজনেস স্টাডিজ অনুষদের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রাফিকে খোজ খবর জানতে পিঠে চাপড় দেন কাজী নজরুল ইসলাম হল ও লোকপ্রশাশন বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ করিম।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রধান ফটকের সামনে ধীরেন্দ্রনাথ দত্ত হলের রাফি নজরুল হলের শিক্ষার্থী আব্দুল্লাহ করিমকে মারধর করেন। পরে সাড়ে ৯টার দিকে মামা হোটেলের সামনে নজরুল হলের নেতা-কর্মীরা ধীরেন্দ্রনাথ দত্ত হলের শিক্ষার্থী রাফি, আজাহারকে মারধর করেন। পরে উভয় পক্ষকে শাখা ছাত্রলীগ সভাপতি-সম্পাদক বিষয়টি মীমাংসা করে দেন।
এ বিষয়ে আশিকুর রহমান রাফি বলেন, সন্ধ্যায় তাদের সাথে আমাদের হাতাহাতি হয়। এসময় নজরুল হলের সহ-সভাপতি পলাশ ভাই বিষয়টি মিমাংসা করে দেন। পরে আবার তাদের সাথে হাতাহাতির সময় আমরা মারধর করি, পরে তারা পালিয়ে যায়। রাতে ফের তারা আমাদের সিনিয়রদের সাথে লাগতে আসে। এসময় আবার হাতাহাতি হয়।
আবদুল্লাহ করিম বলেন, আমরা তাদের মারধর করি নাই। তারা ১০-১৫জন মিলে ক্যাম্পাসের সামনে আমাকে ধাক্কা দেয়, গালি দেয়। পরে আমরা হোটেলে খেতে গেলে আবার গালি দেয়।
শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ছোট একটি বিষয় নিয়ে দুই হলের ছাত্রলীগ কর্মীদের মাঝে হাতাহাতিতে হয়। বিষয়টি জেনে আমরা সভাপতি, সাধারণ সম্পাদক বসে উভয় পক্ষকে ডেকে আমরা সমাধান করে দিয়েছি। দুই গ্রুপকে হলে ফিরে যেতে বলেছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি বিষয়টি জানতে পেরেছি। ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। তারা সমাধান করেছে বলে জানিয়েছে।
বিএনএনিউজ২৪.কম/হাবিবুর রহমান হাবিব/এনএএম
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন