বিএনএ,ঢাকা : টঙ্গীর নোয়াগাঁও কেরানিরটেক বস্তি থেকে ৯৩০ পুরিয়া হেরোইনসহ ‘সুন্দরী মাদক কারবারি’ কুলসুম আক্তার (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ২৬ মার্চ ) রাতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি জাভেদ মাসুদ জানান, শুক্রবার রাত পৌনে ১০টায় কেরানিরটেক বস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় টঙ্গীর কুখ্যাত ‘সুন্দরী মাদক কারবারি’ কুলসুম বেগমের আস্তানা ঘেরাও করা হয়।
এসময় ৯৩০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয় তাকে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কুলসুমের সহযোগীরা পালিয়ে যান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলসুমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।
বিএনএনিউজ২৪.কম/এনএএম
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন