বিএনএ, স্পোর্ট ডেস্ক: নিউজিল্যান্ডে চলমান আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২(ICC Women’s Cricket World Cup 2022) এর শনিবার(২৬মার্চ) এর খেলায় পাকিস্তান ৭১রানে হেরে গেল নিউজিল্যান্ডের কাছে। ক্রিস্টচার্চে অনুষ্ঠিত এই খেলায় টস জিতে পাকিস্তান নারী দল প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়।
প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে নিউজিল্যান্ড নারী দল ৫০ওভারে ৮উইকেট হারিয়ে ২৬৫রান সংগ্রহ করে। বিরতির পর ২৬৬ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানী নারীরা নির্ধারিত ৫০ওভারে ৯উইকেট হারিয়ে ১৯৪ রান করে থেমে যায়। নিউজিল্যান্ডের পক্ষে SUZIE BATES ১৩৫ বলে ১২৬রান সংগ্রহ করেন। ব্রুক হালিডে ৩৮বলে ২৯ রান,মার্টিন ২৬বলে ৩০ রান করেন।
নিউজিল্যান্ড এর হাননাহ রোও ৫৫ রান দিয়ে ৫উইকেট, ফ্রাংকি মেকি ২৯রান দিয়ে ২উইকেট পান।
অপরদিকে পাকিস্তানের নিধা ধর ৫৩বলে ৫০রান, বিসমাহ মারুফ ৬৬ বলে ৩৮ রান করেন। পাকিস্তানের পক্ষে নিধা ধর ৩৯ রান দিয়ে তিন উইকেটও লাভ করেন।
রোববার(২৭মার্চ) বাংলাদেশ বনাম ইংল্যান্ড
ICC Women’s Cricket World Cup 2022
BANGLADESH vs ENGLAND
bna news 24, SGN