34.3 C
আবহাওয়া
৭:৪৯ অপরাহ্ণ - মে ১২, ২০২৫
Bnanews24.com
Home » স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

ডুডল

বিএনএ ডেস্ক, ঢাকা: আজ ২৬ মার্চ। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। বাঙালির স্বাধীনতা অর্জনের পথে ইতিহাসখচিত দিনটিতে বিশেষ ডুডল দিয়েছে গুগল। শুক্রবার (২৫) দিবাগত রাত ১২টার পর থেকে হোমপেজে বিশেষ এই ডুডলটি দিয়েছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি।

বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। গুগলের এবারের ডুডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ানোর দৃশ্য চোখে পড়বে।

কিছু খোঁজার জন্য আজ সারাদিন সার্চ ইঞ্জিনটিতে ঢুকলেই চোখে পড়বে বাংলাদেশের পতাকা সম্বলিত দৃষ্টিনন্দন ডুডলটি। এতে কার্সর ধরলে বা ট্যাপ করলে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২২’ আসবে। আর তাতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাবে গুগল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ