25 C
আবহাওয়া
৩:৪৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু অসাধারণ নেতা: পুতিন

বঙ্গবন্ধু অসাধারণ নেতা: পুতিন


বিএনএ ডেস্ক:বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ক্ষণে এক বার্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসাধারণ নেতা হিসেবে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (২৬ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে পুতিনের এ বার্তা প্রচার করা হয়।

বার্তায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য যৌথ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের গঠনমূলক সহযোগিতা আরও বাড়বে।’

Loading


শিরোনাম বিএনএ