40 C
আবহাওয়া
৩:১১ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » হিলি স্থলবন্দর দিয়ে ২৭৩৬ টন চিটা গুড় আমদানি

হিলি স্থলবন্দর দিয়ে ২৭৩৬ টন চিটা গুড় আমদানি

হিলি স্থলবন্দর দিয়ে ২৭৩৬ টন চিটা গুড় আমদানি

বিএনএ,দিনাজপুর: ভারত থেকে রেলে করে ২৭৩৬ মেট্রিক টন চিটা গুড় আমদানি হয়েছে।দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চিটা গুড় আমদানি হয়।আর তা থেকে রেলের ভাড়া বাবদ ১৯ লাখ ২ হাজার ২৫০ টাকা রাজস্ব আদায় করেছে সরকার।

আমদানি কারকরা জানিয়েছেন,অর্ধেক চিনি কল বন্ধ হয়ে যাওয়ায়, দেশের চাহিদা পুরণে এই গুর আমদানি করা হয়েছে।জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আনারুল হক জানান,বর্তমান দেশের অধিকাংশ চিনি কল বন্ধ হয়ে গেছে।যার কারণে ডেইরি ফার্মগুলো বিপাকে পড়ছে, সংকট দেখা দিয়েছে গো-খাদ্যের।তাই চাহিদা মেটাতে এই চিটা গুড় আমদানি করা হয়েছে।এর আগে দেশের চিটা গুড় ভারতে রপ্তানি করা হয়েছিল।বর্তমান ভারত থেকে আমদানি করতে হচ্ছে।

তিনি বলেন, ১২২ ডলারে রেলপথে ভারত থেকে  ২৭৩৬ মেট্রিকটন চিটা গুড় আমদানি করা হয়। এছাড়াও হিলি স্থলবন্দরে আরও প্রায় ৪০০ মেট্রিকটন চিটা গুড় আমদানি করা হয়েছে বলে জানান আনারুল হক।

হিলি রেল স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী জানান, ৫০টি বিটিপিএন(তেল ওয়াগন)এ ২৭৩৬ মেট্রিকটন চিটা গুড় এই স্টেশনে এসেছে।যা থেকে সরকার ১৯ লাখ ২ হাজার ২৫০ টাকা রাজস্ব পেয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/এসশাহি/ আরকেসি

Loading


শিরোনাম বিএনএ