17 C
আবহাওয়া
৫:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ভালুকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, ৪০ লাখ টাকার ক্ষতি

ভালুকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, ৪০ লাখ টাকার ক্ষতি


বিএনএ,ময়মনসিংহ :ময়মনসিংহের ভালুকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার তুলা পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবরে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার(২৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার মেদুয়ারী এলাকায় মদিনা রিসাইকেল মিলের একটি গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, রাত দেড়টার দিকে মদিনা রিসাইকেল মিলের তুলার একটি শেডে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কি কারণে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে। তবে, এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কারখানার ম্যানেজার আতিকুর রহমান বলেন, কি কারণে গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে, এই অগ্নিকান্ডে গোডাউনে থাকা ৪০ লাখ টাকার তুলা পুড়ে গেছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিএনএ/ হামিমুর রহমান,ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত