16 C
আবহাওয়া
২:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » আইসিজের যে কোন রায় মানবে হামাস

আইসিজের যে কোন রায় মানবে হামাস

International Court of Justice

বিশ্ব ডেস্ক : গাজার শাসক সরকার  হামাস বলেছে  আন্তর্জাতিক বিচার আদালত(International Court of Justice আইসিজে) রায় মেনে নেবে হামাস।

বৃহস্পতিবার(২৫জানুয়ারি) রাতে তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে, ফিলিস্তিনি গোষ্ঠী বলেছে যে যতক্ষণ না ইসরায়েল প্রতিদান দেবে, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের জারি করা যেকোনো সিদ্ধান্ত তারা মেনে চলবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে হামাস তাদের হাতে থাকা সমস্ত বন্দিকে মুক্তি দেবে যদি ইসরাইল বর্তমানে তাদের হাতে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়।

“জায়নবাদী শত্রুকে অবশ্যই গাজার ১৮ বছরের অবরোধের অবসান ঘটাতে হবে এবং জনসংখ্যার ত্রাণ ও পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করতে হবে,” বিবৃতিটি  তার তৃতীয় এবং চূড়ান্ত দাবি বলে উল্লেখ করা হয়।

গাজায় নিহতের সংখ্যা প্রায় ২৬হাজার

বৃহস্পতিবার(২৫জানুয়ারি)রাতে গাজার মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন যে  অক্টোবর থেকে গাজায় ২৫হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৬৪হাজার ১১০ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, ইসরাইল গত ২৪ ঘণ্টায় ২১টি গণহত্যা চালিয়েছে, এতে ২০০ জন নিহত ও ৩৭০ জন আহত হয়েছে।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ