29 C
আবহাওয়া
৫:৪৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ব্যান্ড-ই আমির: নীল পানির সুন্দর ৬ লেক এখন পর্যটক শূণ্য

ব্যান্ড-ই আমির: নীল পানির সুন্দর ৬ লেক এখন পর্যটক শূণ্য

ব্যান্ড-ই আমির জাতীয় উদ্যান

ব্যান্ড-ই আমির জাতীয় উদ্যান – Band-e Amir National Park. নীল পানির এই সুন্দর লেক তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় যাবার পর এখন পর্যটক শূণ্য। একসময় এই লেকের সৌর্ন্দয্য উপভোগ করার জন্য সারা বিশ্বের মানুষ  আফগানিস্তান ভ্রমণ করতো। ২০০৯ সালের এপ্রিলে ব্যান্ড-ই আমিরকে অবশেষে আফগানিস্তানের প্রথম জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। ২০১৩ সালের হিসাবে, প্রায় ৬হাজার স্থানীয় পর্যটক প্রতি বছর ব্যান্ড-ই আমির জাতীয় উদ্যান পরিদর্শন করে।

Band-e Amir
Band-e Amir

Band-e Amir প্রাকৃতিক বাঁধ দ্বারা পৃথক ছয় গভীর নীল হ্রদের একটি সিরিজ। আফগানিস্তানের বামিয়ান প্রদেশে এটি অবস্থিত।
ছয়টি হ্রদ হল:
ব্যান্ড-ই ঘোলামন
ব্যান্ড-ই কাম্বার
ব্যান্ড-ই হায়বাত
ব্যান্ড-ই পানির
ব্যান্ড-ই পুদিনা
ব্যান্ড-ই জুলফিকার
ব্যান্ড-ই আমির হ্রদগুলি মূলত বসন্তের শেষের দিকে এবং গ্রীষ্মকালীন পর্যটকদের গন্তব্য, কারণ আফগানিস্তানের ওই অঞ্চলে(বামিয়ান প্রদেশে) শীতকালে অত্যন্ত শীত অনুভূত হয়।

Loading


শিরোনাম বিএনএ