22 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ফ্রি-ফায়ার খেলতে নিষেধ করায় স্কুলছাত্রের আত্মহত্যা

ফ্রি-ফায়ার খেলতে নিষেধ করায় স্কুলছাত্রের আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, যশোর: ফ্রি-ফায়ার গেম খেলতে নিষেধ করায় যশোরের ঝিকরগাছায় তৌফিক হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার মল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত তৌফিক ওই গ্রামের জাকির হোসেনের ছেলে। সে উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মল্লিকপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, সকালে তৌফিক বাড়ির পাশে বসে মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলছিল। সে সময়ে তার বাবা গেম খেলতে নিষেধ করে তাকে বকাঝকা করে মাঠে চলে যান। পরে তৌফিককে তার মা বাড়িতে ডেকে আনেন। কিছুক্ষণ পরে ওর মা ঘরে ঢুকে দেখে তৌফিক গলায় চাদর পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত সাংবাদিকদের জানান, ফ্রি-ফায়ার গেম খেলতে না দেওয়ায় পিতার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তৌফিক। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ